Friday, 1 October 2021

চুরি হতে পারে টাকা, ১৩৬ বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করলো গুগল




প্লে-স্টোরের ১৩৬টি বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করেছে গুগল। যে অ্যাপগুলির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মোবাইল নিরাপত্তা সংক্রান্ত সংস্থা জিমপেরিয়ামের সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা একটি ম্যালওয়ার (গ্রিফটহর্স অ্যান্ড্রয়েড ট্রোজান) চিহ্নিত করেছেন। যা বিশ্বজুড়ে অসংখ্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

বিস্তারিতঃ https://tinyurl.com/4fcy6whf


No comments:

Post a Comment